শৈশবে ফেলে আসা দিনগুলি প্রবন্ধ রচনা PDF

শৈশবে ফেলে আসা দিনগুলি শৈশবের স্মৃতিচারণা এই রচনার অনুসরণে লেখা যায় সূচনা মুছে যাওয়া দিনগুলি আমায় পিছু ডাকে। শৈশবে যখন পৃথিবীর বুকে পা রেখেছিলাম জানতাম না জীবন কি—এ যেন এক রহস্যের সিন্দুকের মতো ছিল আমার কাছে। বেশ মনে পড়ে শৈশবের কথা যখন পরীক্ষার পরে একলা বারান্দায় বসে থাকি; রৌদ্র ঝাঁ ঝাঁ করে, পাশেই কৃষ্ণচূড়া গাছ—কখনো …